ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সিনিয়র করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১১:৩৯
৪ আগস্ট ২০২৪ ১১:৩৯
ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে আন্দোলনকারী ছাত্র-জনতা যান চলাচল বন্ধ করে দিয়েছে।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা।
সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নেন। পুরো যান চলাচল বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, মহাসড়ক এখন বন্ধ আছে।
এর আগে শনিবার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।
এ সময় রোববার থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
সারাবাংলা/ইউজে/একে