Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রীতি এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
৪ আগস্ট ২০২৪ ১০:২৮

যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে বার্সা। পাও ভিক্টরের জোড়া গোলে রিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েই প্রাক মৌসুমটা রঙিন করে রাখল কাতালানরা।

মূল দলের অনেক ফুটবলারকে ছাড়াই প্রাক মৌসুমের প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে আছে ইউরোপের ক্লাবগুলো। রিয়াল-বার্সাও আছে সেখানেই। মৌসুমে প্রথমবার মুখোমুখি হয়েছিলেন তারা। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে মাঠে নেমেছিল বার্সা।

বিজ্ঞাপন

রিয়ালের বিপক্ষে শুরু থেকেই রিয়ালকে চাপে রেখেছিলেন বার্সা ফরোয়ার্ডরা। ম্যাচের ৪২ মিনিটে বার্সাকে এগিয়ে দেন ভিক্টর। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করেন ভিক্টরই। ৫৪ মিনিটে বার্সাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। ম্যাচের ৮২ মিনিটে এক গোল শোধ করেন নিকো পাজ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

সারাবাংলা/এফএম

এক ক্লাসিকো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর