Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের জন্য প্রয়োজনে পদত্যাগেও রাজি আছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ২৩:৫৬ | আপডেট: ৪ আগস্ট ২০২৪ ১১:৩৫

ফাইল ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: চলমান উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে পদত্যাগেও রাজি আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, পরিস্থিতি তৈরি হলে দেশের জন্য পদত্যাগেও রাজি আছি।

শনিবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দফতরে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শিক্ষার্থীরা বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, আমরা সেটা করব। আমরা সবসময় দেশের জন্য কাজ করি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যেসব ছাত্র আটক হয়েছেন, তাদের ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে, যেমন যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল- এসব ক্ষেত্রে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বাকি সবগুলোকে আমরা জামিনে ছেড়ে দিচ্ছি।’

কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশকে বিচারের আওতায় আনা হচ্ছে। যেহেতু তাদের আর কোনো দাবি অবশিষ্ট নেই, তাই আন্দোলন থেকে স্ব স্ব ক্ষেত্রে চলে যাবেন। এখন আন্দোলন যে জায়গায় গিয়েছে, এটা কখনোই কাম্য ছিল না।’

তিনি বলেন, ‘যারা সবসময় রাষ্ট্রদ্রোহিতার কাজে ব্যস্ত, সেই জামায়াত-বিএনপি শুরু থেকেই চেষ্টা করে এসেছিল। আজ তাদের ইশের মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করি। ছাত্ররা যাতে লেখাপড়ায় ফিরে যান, আমরা সেই আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এরপরও যদি তাদের কিছু বলার থাকে, তাহলে প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে। সেটা তিনি ঘোষণাও দিয়েছেন। তাদের কিছু বলার থাকলে তারা বলতে পারেন।’

বিজ্ঞাপন

আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা তাদের ভুল আন্দোলন, আমরা সবসময় বলে এসেছি। কারণ, তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।’ কাজেই তাদের অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

সারাবাংলা/জেআর/পিটিএম

আসাদুজ্জামান খাঁন কামাল টপ নিউজ দেশের জন্য পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর