Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণরায় মেনে নিয়ে পদত্যাগ করুন—সরকারকে সিপিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ২১:৫৯

চট্টগ্রাম ব্যুরো: ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ও হত্যাযজ্ঞের দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (৩ আগস্ট) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে এ সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘোরেন সিপিবির নেতাকর্মীরা।

সমাবেশে সিপিবি নেতারা বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছিলেন। আমরা দেখেছি তাদের আন্দোলন শান্তিপূর্ণই ছিল এবং দেশের মানুষের বৃহত্তর অংশের সমর্থনও এতে আছে। সরকার তাদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু সেটা না করে নিজ দলের সন্ত্রাসীদের নামিয়ে দিয়ে দমন-পীড়নের পথ বেছে নেয়। দেশের বিভিন্নস্থানে ছাত্র-জনতার মিছিলে পুলিশ-দলীয় সন্ত্রাসীদের হামলা ও পরবর্তীতে গণগ্রেফতার এবং ছাত্রদের ওপর নির্বিচারে গুলি ও হত্যার ঘটনা ঘটেছে।’

‘আমরা সরকারকে ক্ষমতার দম্ভ পরিহারের আহ্বান জানিয়ে বলতে চাই, হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না। দমন-পীড়ন চালিয়ে কারও ন্যায্য দাবি আদায়ের সংগ্রামকে ভুলুণ্ঠিত করা যায় না, ইতিহাস থেকে শিক্ষা নিন।’

সরকারের উদ্দেশে সিপিবি নেতারা আরও বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে সারাদেশে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে। আপনাদের বিরুদ্ধে গণরায় ঘোষণা করেছে। গণরায় মেনে নিন। উপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ। আমরা কালবিলম্ব না করে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি এবং সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং রাষ্ট্রের সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান সিপিবি নেতারা।

জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মছিউদদৌলার সভাপতিত্বে এবং জামাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, প্রদীপ ভট্টাচার্য ও অ্যাডভোকেট জহির উদ্দীন মাহমুদ।

সারাবাংলা/আরডি/এনইউ

চট্টগ্রাম টপ নিউজ সিপিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর