Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের আলোর মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ২১:৫১

বরিশাল: কোটা সংস্কার আন্দোলনে শহিদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হল থেকে শুরু করে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় শতাধিক আন্দোলনকারী বিভিন্ন স্লোগান, দেশাত্মবোধক গান পরিবেশন করেন। ছাত্র-জনতা হত্যার দায় নিয়ে সরকারকে দ্রুত সরে দাঁড়ানোর আহ্বান জানান।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের চেতনার উৎস যারা বৈষম্য বাতিলের দাবিতে প্রাণ দিয়ে গেছেন। তাদের শ্রদ্ধা জানাতেই আমাদের এই মোমবাতি মিছিল। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। প্রতিটি ছাত্র-ছাত্রীকে জিজ্ঞেস করুন তারা মৃত্যুকে এখন আর ভয় পায় না। মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। ১৯৭১ সালের লড়াই ছিল স্বাধীনতার আন্দোলন। ২০২৪ সালের আন্দোলন রাষ্ট্র সংস্কারের আন্দোলন।’

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোড ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে দেখা গেছে।

সারাবাংলা/এমও

আলোর মিছিল বরিশাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর