বৃষ্টি উপেক্ষা করেই রংপুরে শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ
৩ আগস্ট ২০২৪ ১৮:২২
রংপুর: কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, আন্দোলনে গ্রেফতার সব শিক্ষার্থী ও সাধারণ জনগণের মুক্তি, হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার (৩ আগস্ট) রংপুরেও সমাবেশ ও পদযাত্রা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল থেকেই নগরীর প্রেসক্লাব চত্বরে উপস্থিত হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। টানা বৃষ্টি উপেক্ষা করে ১২টার দিকে সমাবেশ করেন তারা। পরে বের হয় পদযাত্রা।
পদযাত্রায় রাজপথ প্রকম্পিত হতে থাকে ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’ বিভিন্ন স্লোগান।
প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। বিনা অপরাধে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার অভিযান বন্ধ করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, গুলির নির্দেশদাতাদের আড়াল করতেই দু’জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আমরা ভিডিও ফুটেজে দেখেছি। আবু সাঈদকে টার্গেট করে গুলি করা হয়েছে। সেখানে সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান এবং আল ইমরান পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে দুই দফা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করছেন।
এ ভিডিও বিশ্বের ১০০ কোটি মানুষ দেখেছে। তারপরেও কেন দুই সহকারী পুলিশ কমিশনার এখনও চাকরিতে বহাল তবিয়তে থাকেন? তাদের এখনই সাসপেন্ড করলে চলবে না, গ্রেফতার করতে হবে। কারণ, তিনি গুলি করার নির্দেশ দিয়েছেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সমাবেশে অবিভাবকরা বলেন, ছাত্র আন্দোলন ঘিরে বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা সময়ের দাবি। শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনার জন্য সরকারকে সব ব্যবস্থা করতে হবে। তা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। মা-বাবার ৯ সন্তানের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়পড়ুয়া সন্তান ছিল আবু সাঈদ। গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন পার্ক মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেওয়া আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনার পর আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে রংপুরসহ পুরো দেশে।
সারাবাংলা/পিটিএম