Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার উৎখাতের অপচেষ্টা চালানো হচ্ছে: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ১৮:১৪ | আপডেট: ৩ আগস্ট ২০২৪ ১৯:২৯

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে বিএনপি-জামায়াত। এই বিএনপি-জামায়াত জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, চরম ব্যর্থ। তারা বিভিন্ন আন্দোলনের ওপর ভর করে। এখন ছাত্র ভর করেছে। শেখ হাসিনা সরকার ধৈর্য সহকারে সকল কিছু মোকাবিলা করছেন।’

শনিবার (৩ আগস্ট) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকছে আওয়ামী লীগ, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই এমন পরিস্থিতিতে আজকের পূর্বঘোষিত শোক মিছিলও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘কোটা আন্দোলনের সময় হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত হবে। সুষ্ঠ তদন্তের স্বার্থে জাতিসংঘও যদি অন্তর্ভুক্ত হয় আমাদের কোন আপত্তি নেই।’

কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের হাতে নেই দাবি করে তিনি আরও বলেন, ‘আন্দোলন বেহাত হয়ে গেছে। চলে গেছে অন্য হাতে। বিএনপি-জামায়াতের এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারি না। আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। কোনো পক্ষকে বাদ দিয়ে নয় সবাইকে নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা সংঘাত এড়িয়ে চলছি।’

শিশু নিহতে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অবুঝ শিশুরা কোনো রাজনৈতিক বিবেচনার পড়ে না। অবুঝ শিশুকে মেরে সরকারের কোন লাভ কী? ইউনিসেফকে অনুরোধ করবো তারা যে ৩২ শিশু মৃত্যুর কথা বলছে, তাদের নাম-ঠিকানাসহ আমরা জানতে চাই। তারপর আমরা ব্যবস্থা নেবো।’

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সংগঠনিক সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ফ ম বাহাউদ্দীন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সংসদ সদস্য শামীম ওসমানসহ অনেকে।

সারাবাংলা/এনআর/এমও

উৎখাত ওবায়দুল কাদের সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর