Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির পিতার প্রতিকৃতিতে ৯ বিচারপতির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ৩ আগস্ট ২০২৪ ১৪:০৮

ঢাকা: হাইকোর্টের স্থায়ী হওয়া ৯ বিচারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (৩ আগস্ট) সকালে ধানমন্ডির ৩২ নম্বরেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

এ সময় বিচারপতিরা জাতির পিতার পরিবারের শহীদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে ৩০ জুলাই শপথ নেন হাইকোর্টের ৯ বিচারপতি। শপথ নেওয়া হাইকোর্টের স্থায়ী বিচারপতিরা হলেন- বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এ কে এম রবিউল হাসান।

গত ৩০ জুলাই বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা হাইকোর্ট

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর