ফেলপসের রেকর্ড ভেঙে মারশার চতুর্থ সোনা
স্পোর্টস ডেস্ক
৩ আগস্ট ২০২৪ ০৯:২৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৪ ১১:২০
৩ আগস্ট ২০২৪ ০৯:২৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৪ ১১:২০
এবারের অলিম্পিকে একের পর এক সোনা জিতে রেকর্ড গড়েই যাচ্ছেন তিনি। ফ্রান্সের সাঁতারু লিও মারশা আবারও গড়লেন নতুন ইতিহাস। মাইকেল ফেলপসের আরেকটি রেকর্ড ভেঙে জিতলেন ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে সোনা। প্যারিস অলিম্পিকে এটি মারশার চতুর্থ সোনা।
ছেলেদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন মারশা। ১ মিনিট ৫৪.০৬ সেকেন্ড সময় নিয়ে মারশা ভেঙেছেন মাইকেল ফেলপসের ২০০৮ সালে গড়া রেকর্ড। অল্পের জন্য ভাঙতে পারেননি বিশ্ব রেকর্ড। মাত্র ০.০৬ সেকেন্ডের জন্য বিশ্ব রেকর্ড নিজের করে নিতে পারেননি মারশা।
২০০ মিটার মেডলিতে রুপা জিতেছেন ব্রিটেনের ডানকান স্কট। ব্রোঞ্জ জিতেছে ওয়াং শান।
সারাবাংলা/এফএম