শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্দরে ৩ নম্বর সতর্কতা
২ আগস্ট ২০২৪ ২০:১৮ | আপডেট: ৩ আগস্ট ২০২৪ ০৩:০৭
ঢাকা: দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে আজ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হয়েছে। রাজধানীতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যাওয়ায় আগামীকাল শনিবারও দেশের সব বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসময়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) আবহাওয়া অধিদফতরের দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।
সারাবাংলা/কেআইএফ/এমও