Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি উপেক্ষা করেই বরিশালে শিক্ষার্থীদের গণমিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ১৯:১৮

বরিশাল: বৃষ্টি উপেক্ষা করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে বরিশালে গণমিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

মিছিলে ছাত্রজনতার পাশাপাশি অভিভাবকরাও যুক্ত হন। এসময় শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করে। এ সময় তারা গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়।

বিজ্ঞাপন

এর আগে, বিএম কলেজের সামনে থেকে গণমিছিল নিয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পরে শিক্ষার্থীরাই যান চলাচল স্বাভাবিকের কাজ করেন। এসময় বাস টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য উপস্থিতি ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন। তাতে যানবাহন চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি। পরে শিক্ষার্থীরা বিএম কলেজের দিকে চলে গেছে।’

সারাবাংলা/এমও

গণমিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর