Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে রাজধানীজুড়ে গণমিছিল-বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ১৭:১৬ | আপডেট: ২ আগস্ট ২০২৪ ১৮:২৪

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ ও গণমিছিল করেছে আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরা, ইসিবি চত্বর, সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি, রামপুরা, শাহবাগসহ বিভিন্ন স্থানে। প্রতিটি স্থানেই ‘শিক্ষার্থী হত্যা’র বিচার দাবি করেছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (২ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন স্থানে জমায়েত হতে থাকেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও অভিভাবকদেরও উপস্থিত হতে দেখা গেছে। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশ নিতে এ দিন সকাল ১০টা থেকেই উত্তরার ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল কলেজের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। সেখানে সমাবেশ করে কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন।

প্রেস ক্লাবে উদীচীর সমাবেশ। ছবি: সারাবাংলা

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে এই কর্মসূচিতে কলেজের শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টার বিক্ষোভে কলেজের সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘সামনে আসছে ফাল্গুন, আমরা হব দ্বিগুণ’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’— এসব স্লোগানে তারা কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রাণহানির বিচার দাবি করেন।

রাজধানীর ইসিবি চত্বর ঘিরেও কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে অবস্থান নিয়ে বিক্ষোভ হয়েছে। বিকেল ৪টার দিকে মাটিকাটা এলাকা থেকে কয়েক শ শিক্ষার্থী গণমিছিল নিয়ে ইসিবি চত্বরে গিয়ে অবস্থান নেন। ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই জেলে কেন, মুক্তি চাই’সহ নানা স্লোগান দেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের গণমিছিল সায়েন্স ল্যাবরেটরি এলাকায় থেকে শাহবাগ যায়। ছবি: সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি এলাকাতেও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ইডেন মহিলা কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজসহ ওই এলাকার কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে গণমিছিল করেন।

সায়েন্স ল্যাবে ঘণ্টা দুয়েক অবস্থানের পর আন্দোলনকারীরা বিকেল সোয়া ৪টার দিকে গণমিছিল নিয়ে শাহবাগের দিকে রওয়ানা দেন। এ সময় শাহবাগ থানার সামনে বিপুলসংখ্যক পুলিশ সতর্ক অবস্থানে ছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। পরে বিকেল ৫টার দিকে তারা ফের মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে চলে।

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় জুমার নামাজের পর মিছিল করেছেন কওমি মাদরাসার শিক্ষার্থীরাও। অন্যদিকে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছিল জাতীয় মুক্তি কাউন্সিল। কওমি মাদরাসার শিক্ষার্থীদের মিছিল শাহবাগ ঘুরে প্রেস ক্লাবের সামনে মুক্তি কাউন্সিলের সমাবেশে মিলিত হয়।

এ ছাড়া ‘শিক্ষার্থী-জনতা দ্রোহযাত্রা’ ব্যানারে প্রেস ক্লাব থেকে একটি মিছিল হাইকোর্ট, দোয়েল চত্বর, শাহবাগ হয়ে শহিদ মিনারে গিয়ে সমাবেশ করে। সেই সমাবেশ থেকে সরকারের পদত্যাগের দাবি জানানো হয়। পাশাপাশি আগামী রোববার গণমিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় সমাবেশ করেছে ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পীসমাজ’। অন্যদিকে উদীচী সমাবেশ করেছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। একই সময়ে বাংলামোটর এলাকায় ‘বিক্ষুব্ধ কবি-লেখক’ ব্যানারেও আরেকটি সমাবেশ হয়েছে।

সারাবাংলা/টিআর

কোটা সংস্কার আন্দোলন গণমিছিল বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর