Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে শিক্ষার্থীদের মিছিলে হামলায় অভিভাবকসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ১৭:১৩

নরসিংদী: ছাত্রদের করা শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গণগ্রেফতার ও হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী ও জনতার মুক্তি, সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৯ দফা দাবিতে এই মিছিল চলছিল।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে মিছিল চলাকালে এই ঘটনা ঘটে। এসময় তাদের লাঠি এবং কিল-ঘুসির আঘাতে শিক্ষার্থী এবং অভিভাবকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। শহরের শিক্ষা চত্বর থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে যেতে চাইলে সদর উপজেলা মোড়ে বাঁধাগ্রস্ত হয় শিক্ষার্থীরা। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ দলীয় নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে ছাত্রদের লাঠিপেটাসহ কিল-ঘুসিতে আহত করে। পরে ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে যায়।

সারাবাংলা/এমও

নরসিংদী শিক্ষার্থীদের মিছিল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর