বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ২ আগস্ট ২০২৪ ২৩:০০
২ আগস্ট ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ২ আগস্ট ২০২৪ ২৩:০০
বগুড়া: বগুড়া সদরের এরুলিয়া এলাকায় পুর্ব বিরোধের জের ধরে রতন জিলাদার ওরফে কাবিলা (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে পেশায় মাংস বিক্রেতা।
পুলিশ জানায়, এরুলিয়া এলাকার সাবদুল জিলাদারের ছেলে রতন শুক্রবার (২ আগস্ট) ভোরে বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। বাড়ির কাছে খন্দকার পাড়ায় হঠাৎ করে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায় এবং কোপাতে থাকে। প্রাণ বাচাঁতে তিনি পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করার কাজ চলছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, পূর্ব বিরোধেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
সারাবাংলা/একে