কাভার্ড ভ্যান-পিকআপের সংঘর্ষে নিহত ২
২ আগস্ট ২০২৪ ১৩:৪৭
বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও এক নারী আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার মো. মহিম (২০) ও বাকেরগঞ্জ উপজেলার খালেক হাওলাদার (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক মহিম ও তার পাশে বসা যাত্রী খালেক হাওলাদার নিহত হন। একইসঙ্গে খালেকের স্ত্রী আসমা বেগম আহত হয়েছেন। তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও হেলপার ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাকেরগঞ্জগামী একটি পিকআপ সকাল সাড়ে ৬টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। তখন বিপরীত থেকে আসা মাদারীপুরগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, মরদেহ দুটি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। দুর্ঘটনাকবলিত যানবাহন থানায় রাখা হয়েছে।
সারাবাংলা/একে