১৮ হাজার কর্মী ছাঁটাই করছে ইনটেল
২ আগস্ট ২০২৪ ০৯:২৮ | আপডেট: ২ আগস্ট ২০২৪ ১৪:৫৭
ঢাকা: বছরের মাঝামাঝি সময়ে এসে দুঃসংবাদ। ফের কর্মী ছাঁটাই। চাকরি খোয়াবেন ১৮ হাজার কর্মী। বৃহস্পতিবারই (১ আগস্ট) এ ঘোষণা করেছে মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা ইনটেল। বিশ্বের অন্যতম বড় সংস্থা জানিয়েছে, তাদের মোট কর্মক্ষমতার ১৫ শতাংশ ছাঁটাই করা হবে।
জানা গেছে, বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইনটেল। এরপরই খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের চরম সিদ্ধান্ত।
ইনটেল জানিয়েছে, এই বছরে তাদের ২০ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্টেলের চিফ এগজেকিউটিভ প্যাট জেলসিঙ্গার জানিয়েছেন, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একদমই আশাব্যঞ্জক নয়। বিভিন্ন পণ্য ও প্রসেস টেকনোলজিতে মাইলফলক ছুঁলেও, গত ত্রৈমাসিকেই সংস্থার ১.৬ বিলিয়ন অর্থাৎ ১৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে।
গত বছরের শেষ ভাগে ইনটেলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ২৪ হাজার ৮০০।
সারাবাংলা/একে