বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ সমন্বয়কসহ ১২ জন পুলিশ হেফাজতে
১ আগস্ট ২০২৪ ১৮:৪০ | আপডেট: ১ আগস্ট ২০২৪ ২২:১৫
বরিশাল: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ পালনের আগেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভসহ ১২ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটে কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে বন্দর থানায় নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ দাবি করছে, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ হেফাজতে থাকা শিক্ষার্থীরা হলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ, তমাল, সুজন মাহমুদ, ভূমিকা সরকারসহ ১২ জন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র-শিক্ষক সংহতির কর্মসূচিতে যোগ দিতে তারা এসেছিলেন। এসময় শিক্ষার্থীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ সেখান থেকে সাতজনকে আটক করে। পরে ক্যাম্পাসে প্রবেশের সময় আরও পাঁচজনকে আটক করা হয়। তাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছে পুলিশ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় মহড়া দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড আব্দুল কাইয়ুম বলেন, ‘আমি সব জানি। বিষয়টি দেখতেছি।’
বরিশাল মহানগর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল বলেন, ‘সারাদেশে সভা সমাবেশ বন্ধ। আজকে বিশ্ববিদ্যালয়ের সামনে একটি কর্মসূচি ছিল। আমাদের কাছে সংবাদ আছে বাধা-বিপত্তি আসতে পারে। যেহেতু এরা ছাত্র। নিরাপত্তার স্বার্থ বিবেচনা করেই এদের মধ্য থেকে ১২ জনকে আমরা হেফাজতে রেখেছি। পরবর্তীতে এদের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’
সারাবাংলা/একে