Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা আন্দোলনে সহিংসতায় আহতদের খোঁজ নিলেন স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ১ আগস্ট ২০২৪ ২২:১৫

ঢাকা: কোটা আন্দোলনে সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (১ আগস্ট) স্পিকার প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগ ঘুরে দেখেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরে স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে আহতদের চিকিৎসার খোঁজ নেন। এরপর আহতদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও যান তিনি। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন।

ড. শিরীন শারমিন চৌধুরী কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল এবং হুইপ সানজিদা খানম। আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

আহত কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ স্পিকার হাসপাতাল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর