কোটা আন্দোলন: ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি কাল
৩১ জুলাই ২০২৪ ২৩:৩৮ | আপডেট: ১ আগস্ট ২০২৪ ১২:৪৮
ঢাকা: চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ আগস্ট) অনলাইন-অফলাইনে প্রচারণা, মৌনমিছিল, মশাল মিছিলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণমূলক লেখার সঙ্গে নির্দিষ্ট দুটো হ্যাশট্যাগ ব্যবহার করবে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) রাতে সাংবাদিকদের সঙ্গে যুক্ত একটি হোয়াটস্যাপ গ্রুপে এই তথ্য জানান সমন্বয়কদের একজন রিফাত রশীদ। সমন্বয়করা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
রিফাত রশীদের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ; শহিদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রের্ট তৈরি, শহিদদের স্মরণে ওপরের যেকোনো কন্টেন্ট, লেখা নিয়ে #JulyMassacre, #RememberingOurHeroes লিখে অনলাইনে ও অফলাইনে প্রচার করার আহ্বান জানানো হলো।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর ওপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশের সন্ত্রাসীরা। খুলনা, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে, মহানগর ও শহরে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।’
সারাবাংলা/আরআইআর/পিটিএম