আর্চারির প্রথম রাউন্ডেই বাদ বাংলাদেশের সাগর
স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৪ ১৮:১০ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৮:২০
৩১ জুলাই ২০২৪ ১৮:১০ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৮:২০
সাঁতার ও শুটিংইয়ের বাছাইপর্বেই বাদ পড়েছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। এবার আর্চারিতেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম রাউন্ডে সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাগর ইসলাম।
আর্চারির প্রথম রাউন্ডে ইতালির মাউরো নেসপলির বিপক্ষে মাঠে নেমেছিলেন সাগর। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
নেসপলির সাথে তেমন একটা লড়াই করতে পারেননি সাগর। শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানেই জেতেন নেসপলি।
গত অলিম্পিকে রুপা জিতেছিলেন নেসপলি।
সারাবাংলা/এফএম