১৩ দিন পর ফেসবুক-হোয়াটসঅ্যাপ-টিকটক চালু
৩১ জুলাই ২০২৪ ১৫:১৩ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ ১৭:২৮
ঢাকা: সারা দেশে ফেসবুক, টিকটক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম চালু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সচল হতে শুরু করে।
এর আগে, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার রাজধানীর বিটিআরসি মিলনায়তনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা বিভিন্ন অ্যাপের উপর সাময়িকভাবে বিধি নিষেধ আরোপ করেছিলাম। আজ সেই বিধিনিষেধ উঠে যাচ্ছে।। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ও ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তাদের কথা বিবেচনা করে এই বিধিনিষেধ উঠিয়ে দেওয়া হচ্ছে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর থেকেই দেশে ফেসবুকসহ অন্যান্য সামাজিকমাধ্যমও বন্ধ হয়। তবে ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটক, ইউটিউব ও হোয়াটসঅ্যাপসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম।
সারাবাংলা/ইএইচটি/ইআ