Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনকে হারিয়ে অলিম্পিকের কোয়ার্টারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৪ ০৮:৫৪

অলিম্পিকের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকীয় এক ম্যাচে হেরে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে জয় দিয়ে পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রেখেছিল তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে রানারআপ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে চার দলের পয়েন্টই ছিল ৩। কোয়ার্টার ফাইনালের জন্য তাই লড়াইটাও ছিল জমজমাট। শেষ ম্যাচে লিওতে ইউক্রেনের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও ডেডলক ভাঙতে পারেনি দুই দলের কেউই।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন থিয়াগো আলমাদা। মাঝমাঠ থেকে বল পেয়ে দারুণ এক শটে বল জালে জড়ান আলমাদা। যোগ করা সময়ে ক্লদিও এচেভেরির গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

গ্রুপের অন্য ম্যাচে জিতেছে মরক্কো। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা টপ নিউজ প্যারিস অলিম্পিক ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর