‘সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে কাল’
৩০ জুলাই ২০২৪ ২১:০২
ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউব কবে থেকে বাংলাদেশে ব্যবহার করা যাবে তা বুধবার (৩১ জুলাই) জানা যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। তিনি বলেছেন, বুধবার বেলা ১১টার পর এ বিষয়ে জানাতে পারব।
মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আগামীকাল (বুধবার) বেলা ১১টার পর জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়।’
তিনি আরও বলেন, ‘তবে ফেসবুক ও ইউটিউব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) কোনো জবাব দেয়নি। যে কারণে আগামীকাল সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। তাই আগামীকাল বেলা ১১টার পর যদি তাদের কাছ থেকে ব্যাখ্যা পাওয়া যায়, তাহলে তা বিশ্লেষণ করে, আর যদি না পাওয়া যায় তবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাতে পারব।’
সারাবাংলা/জেআর/পিটিএম
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টপ নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম