Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে চবি’র ৫৪ শিক্ষকের বিবৃতি

চবি করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৪ ১৭:৪৫ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ২১:০২

চট্টগ্রাম ব্যুরো: কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫৪ জন শিক্ষক।

মঙ্গলবার (৩০ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের এ বিবৃতিতে আন্দোলন দমাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দেশে চরম অরাজকতা চলছে। শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থী থেকে শুরু করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত দু’শ জনের বেশি নাগরিককে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে। পাশাপাশি আন্দোলন দমানোর লক্ষ্যে দমন-পীড়ন, হয়রানি, মামলা ও গণগ্রেফতার জারি রয়েছে।

‘দমন-পীড়নের এ ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এরা হলেন- ফরাসি ভাষা ও সাহিত্যের আল মাসনুন, নাট্যকলা বিভাগের সায়হাম মাহমুদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রমজান শেখ। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।’

বিবৃতিতে শিক্ষকরা আরও বলেন, ‘চলমান আন্দোলনে আমাদের ছাত্ররা যদি অংশগ্রহণ করেই থাকেন, তাহলে সেটা তাদের গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবেই করেছেন। তারা কোনোপ্রকার সহিংসতার সঙ্গে জড়িত নন।’

শিক্ষকরা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সব হামলা-মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদ জানান এবং গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিদাতাদের মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক খ. আলী.আর রাজি সারাবাংলাকে বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীরা নিরপরাধ, তারা নিপীড়নের শিকার হচ্ছেন। অহেতুক আটক-গ্রেফতারের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে। আমরা শিক্ষক হিসেবে এ মুহূর্তে তাদের পাশে আছি, সেটা অবহিত করার জন্যই এ বিবৃতি দিয়েছি।’

সারাবাংলা/এমআর/এনইউ

৫৪ শিক্ষক চবি টপ নিউজ বিবৃতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর