ঢাবি শিক্ষার্থী হয়রানির শিকার হলে পাশে থাকবেন দুই সহকারী প্রক্টর
৩০ জুলাই ২০২৪ ১৫:২৩ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৬:২৩
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিরপরাধ কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাদের সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য বিশ্ববিদ্যালয়ের দুইজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হয়রানির শিকার হলে ছাত্রদেরকে সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক (মোবাইল নম্বর: ০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদেরকে সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদ (মোবাইল নম্বর: ০১৭১১-৫৭৬-৩৮৯)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়— ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে।’
এর আগে, গতকাল (২৯ জুলাই) দেশের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী।
গ্রেফতারের সংবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে এদের মধ্যে আবিদ হাসান রাফি, মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আরমান খান, নাহিদ ইকবাল, সাদমান আব্দুল্লাহ এবং রুকু আক্তার ২৪ ঘণ্টার মধ্যে ছাড়া পান।
সারাবাংলা/আরআইআর/একে
কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থীদের হয়রানি