Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৈরাজ্যকারীদের পক্ষে লড়বে না বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৪ ১৫:৪৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৫:৫৫

ময়মনসিংহ: নৈরাজ্য করে যারা গ্রেফতার হবে তাদের পক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের আইনজীবীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জেলা পরিষদের সামনে বিএনপি, জামায়াত শিবিরের ন্যাক্কারজনক ও লোমহর্ষক হত্যা, অগ্নি-সন্ত্রাস, ভাংচুরের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধনে এ ঘোষণা দেন তারা।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলার উদ্যোগে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব লাল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, আন্দোলনের নামে নৈরাজ্যের মাধ্যমে দেশজুড়ে ধ্বংসাত্মক কাজ করে অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। আমরা আইনজীবীরা সব সময়ের মতো মাঠে আছি, থাকবো।

সারাবাংলা/এনইউ

আইনজীবী টপ নিউজ ময়মনসিংহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর