ভিয়েতনামে কয়লা খনি ধসে নিহত ৫
৩০ জুলাই ২০২৪ ১৪:৫৭ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৭:১৪
ভিয়েতনামের হা লং উপসাগরের কাছে একটি কয়লা খনি ধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
ভিএনই এক্সপ্রেস নিউজ জানিয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রীয় খনি সংস্থা ভিনাকোমিনের ইউনিট হোন গাই কোল কোম্পানি পরিচালিত একটি খনিতে সোমবার এই দুর্ঘটনাটি ঘটে। এরপর মঙ্গলবার ভোরে একটি উদ্ধারকারী দল খনি শ্রমিকদের মরদেহগুলোকে বের করে আনে।
দুর্যোগ কর্তৃপক্ষের বলছে, দুর্ঘটনার সময় উত্তর কোয়াং নিন প্রদেশের হা লং সিটিতে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টির কারণে ভূমিধস হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি প্লাবিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের অন্যান্য অংশেও কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার ঘটনাগুলো আরও তীব্র হয়ে উঠছে।
সারাবাংলা/ইআ