Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ-বিজিবির বাধায় পল্টনে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৪ ১৬:২৭ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ ১৭:৫৮

ঢাকা: রাজধানীর পল্টন মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ-বিজিবির বাধায় তা পণ্ড হয়ে গেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করে পুলিশ।

আটকদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এদের একজন আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং আরেকজনের নাম রাফি।

সোমবার দুপুর ১টার দিকে পল্টন মোড় থেকে তাদের আটক করা হয়।

পল্টনের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। পুরো সড়কজুড়ে কড়া পাহারায় আছে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পল্টন মোড় এলাকায় সীমিত পরিসরে গণপরিবহন চলাচল করছে। তবে ফুটপাতের দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি সফলে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে ছাত্ররা। এরই অংশ হিসেবে রাজধানীর পুরোনো পল্টন মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে চান শিক্ষার্থীরা।

সারাবাংলা/একে

কোটা আন্দোলন কোটা সংস্কার টপ নিউজ পল্টন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর