Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ীদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ২২:৩৫

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমরা ব্যবসায়ীদের কাছে চলমান পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছি। খাত সংশ্লিষ্টদের আজকের মধ্যে ক্ষতির পরিমাণ লিখিত আকারে দিতে বলেছি। ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যেই সব খাতের ক্ষতির পরিমাণ লিখিতভাবে জানাবেন।

রোববার (২৮ জুলাই) আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ দেশের শীর্ষ শিল্প গ্রুপের প্রধানরা।

বিজ্ঞাপন

সালমান এফ রহমান বলেন, ‘ঢাকার বাইরে খুব বেশি ক্ষতি হয়নি। ঢাকা ও আশপাশের স্থান অর্থাৎ বৃহত্তর ঢাকার ব্যবসায়ীদের ওপর সাম্প্রতিক এই পরিস্থিতির প্রভাব বেশি। অন্যান্য জেলাগুলোতে এর তেমন প্রভাব পরেনি। তবুও ব্যবসায়ীরা লিখিতভাবে জানানোর পর আমরা সঠিকভাবে বলতে পারব।’

চলমান কারফিউ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘কারফিউ প্রতিদিনই শিথিল হচ্ছে। আগামী ৭ দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।’

সালমান এফ রহমান আরও বলেন, ‘আমরা পাঁচটা সমস্যা চিহ্নিত করতে পেরেছি। চট্টগ্রাম পোর্টে সমস্যার কথা ব্যবসায়ীরা বলেছেন। সংশ্লিষ্টদের নিয়ে আমরা আগামীতে বৈঠকে বসব। দ্বিতীয় সমস্যা তারা বলেছেন, এনবিআরের সঙ্গে। এনবিআরকে নিয়েও একটা মিটিং করব। তৃতীয় মিটিং করব বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাজেটে অনেক কিছুই এসেছে, যাতে ব্যবসায়ীদের সমস্যা হতে পারে। সেটা সমাধান করা যেতে পারে। এছাড়া ব্যাংকিং, ইন্টারনেট ও বিদ্যুৎ-জ্বালানিতে সমস্যার কথা ব্যবসায়ীরা আজকের বৈঠকে জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ফোরজি চালু হয়ে যাচ্ছে। ইন্টারনেট ছাড়া কোনো ব্যবসা সম্ভব না এখন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরছি। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ইন্টারনেটের জেনারেল সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম করা যায় কি না- এমন পরামর্শ ব্যবসায়ীরা দিয়েছেন। যাতে ব্যবসাটা চলতে পারে। আগামীতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা আলাদা ইন্টারনেট চেয়েছেন।’

ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা এই পরিস্থিতি ওভারকাম করতে পারবেন। তারা সরকারকে সবধরনের সহায়তা করবেন।’

আন্দোলনকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা কথা সোশ্যাল মিডিয়া-বাইরের মিডিয়ায় প্রচার হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বাইরে আমাদের ইমেজ নিয়ে সমস্যা হয়েছে। এটা এখন রিপেয়ার করতে হবে। এজন্য প্রথমে আমাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। সব স্বাভাবিক হলে ইমেজ ড্যামেজ অনেকটা রিকভার হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

ক্ষয়ক্ষতি পরিমাণ ব্যবসায়ী সালমান এফ রহমান

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর