Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ঢাবি করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ২২:১১ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ ১১:২৮

ঢাকা: কোটা সংস্কারের পক্ষে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ছয় সমন্বয়ক। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সাপেক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (২৮ জুলাই) রাত ৮টার দিকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে এই ঘোষণা দেন আন্দোলনের ছয় সমন্বয়ক। সেখানে তারা গোয়েন্দা হেফাজতে রয়েছেন।

গণমাধ্যমে পাঠানো সেই ভিডিও বার্তায় নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমকে দেখা যায়।

ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। লিখিত ওই বক্তব্যের কপিতে উপস্থিত ছয় সমন্বয়ক সই করেছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এ সব অনাকাঙিক্ষত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের প্রধান দাবি ছিল, কোটার যৌক্তিক সংস্কার। যা এরই মধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুর্হূত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।’

সারাবাংলা/আরআইআর/পিটিএম

আন্দোলন কর্মসূচি কোটা সংস্কার টপ নিউজ প্রত্যাহার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর