Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রী ও ২ মেয়ের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ২০:২৮

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় ঘর থেকে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) সকালে নবীনগর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বিজয় পাড়ার একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- বিজয় পাড়ার বাসিন্দা সোহাগ (৩৩) ও তার স্ত্রী জান্নাতুল (২২) এবং তাদের সন্তান ফারিয়া (৪) ও ফাহিমা (২)।

জান্নাতুলের মা মনোয়ারা বেগম জানান, শনিবার রাতের খাবার খেয়ে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ দম্পতি। সকালে সোহাগ ও জান্নাতুল ঘুম থেকে না ওঠায়, তারা অনেক ডাকাডাকি করেন। একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে উজ্জ্বল মিয়া নামে এক পথচারীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ৪ জনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে ঘটনার সঠিক কারণ জানা যাবে।’

সারাবাংলা/এমও

ঝুলন্ত মরদেহ ব্রাহ্মণবাড়িয়া স্বামী-স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর