Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে ঢাবি’র ইংরেজি বিভাগ

ঢাবি করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১৮:২১ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ ২০:৫১

ঢাবি: কোটা সংস্কারের পক্ষে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকরা। এসময় আটক, গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছেন তারা।

রোববার (২৮ জুলাই) দুপুরে বিভাগটির চেয়ারপারসন অধ্যাপক জেরিন আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। আন্দোলনকে কেন্দ্র করে অপূরণীয় জীবনহানি, নির্বিচারে গ্রেফতার, ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

চলমান আন্দোলনের সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বিভাগের শিক্ষার্থী গ্রেফতার হওয়ার ঘটনায় শিক্ষকরা বিচলিত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমাদের ছাত্র মো. আবুল হাসনাত (ওরফে হাসনাত আবদুল্লাহ) গ্রেফতার হওয়ায় আমরা বিশেষভাবে বিচলিত। আমরা আটক অন্য ছাত্রদের সঙ্গে তার অবিলম্বে মুক্তির আহ্বান জানাই।’

বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল আচরণ করতে আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়— ‘আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে সংযম দেখানোর এবং আটকদের তাদের জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাই। আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সমর্থন করি এবং আশা করি আলোচনার মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানো হবে।’

সারাবাংলা/আরআইআর/এমও

ইংরেজি বিভাগ টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তির দাবি শিক্ষার্থী

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর