Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানা যাবে সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১৩:৩৬

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সহিংসতার ঘটনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। সহিংসতা বন্ধে কারফিউ জারি করা হলেও তা শিথিল করায় অফিস- আদালত সীমিত পরিসরে চালু করায় শিক্ষা প্রতিষ্ঠান চালু করা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত জানানো হবে। তবে প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

বিজ্ঞাপন

এর আগে, ১৭ জুলাই রাতে দেশের আটটি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। এরপর ২৪ জুলাই সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরিস্থিতি শান্ত হলেও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কবে খোলা হবে এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সারাবাংলাকে বলেন, বিষয়টি নিয়ে আগামীকাল (সোমবার) মন্ত্রীসভা বৈঠকে উপস্থাপন করা হবে। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে।

এর আগে, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয় ইউজিসি। সেখানে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।

উল্লেখ্য, সহিংসতা বন্ধে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়। যা এখনো চলমান।

সারাবাংলা/জেআর/ইআ

কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ প্রাথমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর