Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা আন্দোলনের আরও ২ সমন্বয়ক ডিবি হেফাজতে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৪ ২৩:৩৫

ঢাকা: কোটা সংস্কার ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা হলেন- সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (২৬ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ডিবির হেফাজতে নেওয়া হয়।

ওইদিন রাত ১১টায় অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘তাদের নিরাপত্তার স্বার্থেই ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।’

এদিকে, শনিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘কোটা আন্দোলনের সমন্বয়কারী তিন জনকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার ছাত্র আন্দোলনের এই পাঁচ সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সারাবাংলা/পিটিএম

আন্দোলন কোটা সংস্কার টপ নিউজ ডিবি হেফাজতে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর