Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৪ ২২:২৯

মারাত্মক ভূমিধসে ক্ষতিগ্রস্থ প্রত্যন্ত ও পাহাড়ি গ্রাম পরিদর্শন করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। গ্রামটিতে আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শনিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী এই গ্রাম পরিদর্শনে যান।

তবে কর্মকর্তারা এখনও ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরবর্তী কেনচো শাচা গোজদির ছোট্ট এলাকাটিতে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করার চেষ্টা করছেন। খবর এএফপি’র।

বিজ্ঞাপন

আঞ্চলিক রাষ্ট্রীয় কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী আবি, তার স্ত্রী ও অন্যান্য নেতাদের নিয়ে স্থানটি পরিদর্শন করেন। এসময় স্থানীয় কবরস্থানে একটি গাছ রোপণ করেন প্রধানমন্ত্রী।

ইথিওপিয়ার পার্লামেন্ট শনিবার থেকে দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছে।

জাতিসংঘের সর্বশেষ গণনা অনুসারে সেখানে কমপক্ষে ২৫৭ জন মারা গেছে। নিখোঁজদের সংখ্যা এখনও জানা যায়নি।

সারাবাংলা/এমও

ইথিওপিয়া ভূমিধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর