Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার হামলার ভয়ে বন্ধ রাখা হয়েছে ডিএসই‘র ওয়েবসাইট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৪ ১৮:৩০

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। সাইবার হামলার ভয়ে শুক্রবার (২৬ জুলাই) ভোর থেকে ডিএসইর কর্তৃপক্ষ ওয়েবসাইটটি বন্ধ করে রেখেছে।

তবে সবকিছু ঠিকঠাক থাকলে রোববার (২৮ জুলাই) পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার আগে ডিএসইর ওয়েবসাইট খুলে দেওয়া হবে।

শনিবার (২৭ জুলাই) ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএসইর ওয়েবসাইটে বন্ধ প্রসঙ্গে ডিএসই’র ভারপ্রাপ্ত এমডি গণমাধ্যমকে জানান, ন্যাশনাল থ্রেট আছে। তাই ডিএসইর ওয়েবসাইট আপাতত বন্ধ। গত বৃহস্পতিবার রাতে সাইবার হামলার থ্রেটের বিষয়টি আমরা জানতে পারি। এরপর শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে আমরা ডিএসইর ওয়েবসাইটি বন্ধ করি।

ডিএসই‘র ওয়েবসাইট কবে নাগাদ চালু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আগে সবকিছু দেখব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

জানা গেছে, অনেকদিন ধরেই ডিএসইর ওয়েবসাইটি হ্যাক করার হুমকি দিয়ে আসছে হ্যাকাররা। অতীতে কয়েকবার ডিএসইর ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল তারা। কিন্তু সফল হতে পারেনি। এবারও সেই ধরনের চেষ্টা করা হচ্ছে, এমন হুমকি এসেছে। তাই সার্বিক নিরাপত্তার স্বার্থে ডিএসইর গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

ওয়েবসাইট টপ নিউজ ডিএসইসি বন্‌ধ সাইবার-হামলা হ্যাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর