Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৪ ১২:১৪ | আপডেট: ২৭ জুলাই ২০২৪ ১৭:৪২

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ জুলাই) সকালে সেতু ভবনে প্রবেশের পর অশ্রুসিক্ত চোখে এর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে যান প্রধানমন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন।

গত ১৮ জুলাই কয়েকশ’ দুষ্কৃতকারী সেতু ভবনে প্রবেশ করে এটি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয়। তারা ভবন থেকে সরকারি সম্পত্তি লুট করে।

দুষ্কৃতকারীরা অনেক যানবাহন ও মোটরবাইক ভাঙচুর, বিভিন্ন শেড ও কক্ষ তছনছ করে এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা সেতু ভবনের অনেক কর্মচারীকে মারধর করে।

সেতু ভবন পরিদর্শন শেষে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ধ্বংসযজ্ঞের সংক্ষিপ্ত বিবরণ দেন।

সরকার প্রধান একইসঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ধ্বংসযজ্ঞও পরিদর্শন করেন।

সারাবাংলা/একে

কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলন টপ নিউজ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সেতু ভবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর