Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যালিফোর্নিয়ায় দাবানল, ঘরবাড়ি ছেড়েছে ৩ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৪ ১৪:০০ | আপডেট: ২৬ জুলাই ২০২৪ ১৭:১১

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদিকে দমকলকর্মীরা বৃহস্পতিবার দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এ অঞ্চলে তাপপ্রবাহের শেষ দিনে বুধবার সন্ধ্যায় সেখানে এ দাবানলের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়া বন বিভাগ এবং ফায়ার প্রোটেকশন (ক্যালফায়ার) আগুন নিয়ন্ত্রণে ১ হাজার ১৫০ জনেরও বেশি কর্মী মোতায়েন করেছে।

ক্যালফায়ার জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৯৪৯ একর (৫০ হাজার ৫৬৫ হেক্টর) এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ ওই এলাকা থেকে নিরাপদ স্থানে চলে গেছে।

দাবানলের হুমকির মধ্যে থাকা চিকো শহর প্যারাডাইস শহরের মাত্র ১২ মাইল (২০ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত। ২০১৮ সালে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ায় শহরটি একেবারে পুড়ে গিয়েছিল।

ক্যালফায়ার জানায়, এ দাবানলের কারণ তদন্তাধীন রয়েছে।

সারাবাংলা/একে

ক্যালিফোর্নিয়া দাবানল মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর