রিয়ালে ভালোভাবেই মানিয়ে নেবেন এমবাপে: আনচেলত্তি
২৬ জুলাই ২০২৪ ০৯:৪১ | আপডেট: ২৬ জুলাই ২০২৪ ১৪:৪২
কয়েক বছর ধরেই তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনটা চলছিল। অবশেষে গত মৌসুমের শেষভাগে আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দিয়েছেন ফ্রেঞ্চ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। তবে তারকাখচিত রিয়ালে এমবাপে মানিয়ে নিতে পারবেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। রিয়াল কোচ কার্লো আনচেলত্তির বিশ্বাস, নতুন ক্লাবে ভালোভাবেই মানিয়ে নেবেন এমবাপে।
রিয়ালে ৯ নম্বর জার্সি পেয়েছেন এমবাপে। অন্য তারকাদের ভিড়েও নিজেকে আলাদাভাবে চেনাবেন এমবাপে, বিশ্বাস আনচেলত্তির, ‘আসলে এই ব্যাপারটা নিয়ে তেমন মাথা ঘামাচ্ছি না। দলে মানিয়ে নিয়ে এমবাপের কোন সমস্যা হবে না। সে নিজেই বলেছে সে মানিয়ে নেবে। দলের প্রতিটা ফুটবলারের অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ।’
ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহামদের সাথে এবার মাঠে নামবেন এমবাপেও। এত তারকা ফুটবলারদের কোন পজিশনে খেলাবে ক্লাব, সেটার আভাস দিলেন আনচেলত্তি, ‘কখনো তাদের বামে খেলাতে হবে, কখনো ডানে। আমি চাই এমবাপে উপরে খেলুক। ভিনিসিয়াস নির্দিষ্ট জায়গায় খেলে না। তার আক্রমণাত্মক ফুটবলটাই আমাদের দরকার। বাকিদেরও সুবিধামতো পজিশনে খেলানো হবে।’
এমবাপেকে স্বাগত জানিয়ে কি বলেছিলেন আনচেলত্তি, জানালেন নিজেই, ‘প্রথমেই আমি তাকে ক্লাবে স্বাগতম জানাই। সমর্থকরা দারুণভাবেই তাকে বরণ করে নিয়েছে। এরপর আমি তাকে বিশ্রাম নিতে বলেছি। লম্বা ও ক্লান্তিময় একটি মৌসুম গিয়েছে ফুটবলারদের জন্য।’
সারাবাংলা/এফএম