Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আপনারা তো ফেল, এখনই সাবধান হয়ে যান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ২২:১০

রংপুর: রংপুরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ভাঙচুর ও লুটপাট প্রতিহত করতে না পারায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কোটা আন্দোলনকে ঘিরে রংপুরে নারকীয় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল বৃহস্পতিবার (২৫ জুলাই) পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দলের দুর্বলতা দূর করার নির্দেশ দেন। এ সময় রংপুর জেলা, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দলের নেতাকর্মীদের ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ফেল (ব্যর্থ) করেছেন। ওরা (হামলাকারীরা) এসে অফিসে হামলা করল, আগুন ধরিয়ে দিল, আর আপনারা পকেটে হাত দিয়ে চেয়ে চেয়ে দেখলেন। এ অবস্থা চলতে থাকলে ওরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে মেরে ফেলবে। এখনই সাবধান হয়ে যান। দলের মধ্যে দুর্বলতাগুলো দূর করুন।’

স্থানীয় আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে মন্ত্রী বলেন, ‘আমার কষ্ট হয়, আপনাদের পার্টি অফিস যখন ভাঙচুর করল, তখন আপনারা নাই। অথচ পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ভিডিওতে দেখা গেল মাত্র কয়েকজন এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর মতোই স্থানীয় আওয়ামী লীগের সমালোচনা করেন রংপুর-৪ আসনের এমপি টিপু মুনশি। রংপুরে আওয়ামী লীগ কেন এত দুর্বল হয়ে গেল?— এমন প্রশ্ন তোলেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ‘কেন আমাদের রক্ষা করতে পুলিশের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আমরা কেন নিজেদের শক্তি অর্জন করতে ব্যর্থ হয়ে পুলিশের ওপর ভরসা করলাম। আমাদের অবস্থা এতটাই করুণ কেন হলো? জেলা আওয়ামী লীগ অফিসে হামলা করে ভাঙচুর করে আসবাবপত্র ভেঙে ফেলে আগুন ধরিয়ে দিল। কেন আমরা তাদের প্রতিরোধ করতে পারলাম না। আমার মনে হয়, রংপুরের এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই।’

বিজ্ঞাপন

এ সময় রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সাবেক সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ, জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ফেল সাবধান

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর