ভুয়া মুক্তিযোদ্ধা সনদে হাউজ বিল্ডিংয়ে চাকরি, দুদকের মামলা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৯:৪৭
২৫ জুলাই ২০২৪ ১৯:৪৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৯:৪৭
খুলনা: ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার অভিযোগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনেরি উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এম এম জামিল আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি দায়ের করেন।
আসামি জামিল আহমেদ খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের ১১৩/৯(ক) নং বাড়ির মৃত আকমান উদ্দিন মিনার ছেলে। তিনি বর্তমানে বরিশালে কর্মরত রয়েছেন।
দুদক সূত্রে জানা যায়, জামিল আহমেদ ভুয়া সনদে চাকরি নিয়ে বেতন ভাতা বাবদ রাষ্ট্রের ১ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সারাবাংলা/পিটিএম