Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতাকারী যেই হোক ছাড় দেওয়া হবে না— রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ১৭:৫৯ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ ১৯:৪৬

রংপুর: নাশকতাকারী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নাশকতাকারী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত নাশকতাকারীরা চিহ্নিত হবে না, ততক্ষণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে তাণ্ডব চালিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি। আমাদের সজাগ থাকতে হবে, আমরা বীরের জাতি। একাত্তরে অস্ত্র ছাড়াই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি।”

আসাদুজ্জামান কামাল বলেন, ‘সহিংসতায় রংপুরে আনুমানিক পৌনে ১১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া নাশকতায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ১৮২ জন গ্রেফতার হয়েছেন। যারা দেশের সম্পদ নষ্ট করেছে, থানা লুট করেছে, ভার্সিটির সম্পদ নষ্ট করেছে, ভিসিকে হত্যার চেষ্টা করেছে, সবাইকে চিহ্নিত করা হবে। যারা অর্থায়ন করেছে, তাদের চিহ্নিত করা হবে। বিচারের ব্যবস্থা করা হবে। আমরা কাউকে ছাড় দেব না। যেই পর্যন্ত আমরা সবাইকে শনাক্ত করতে না পারব, সেই পর্যন্ত আমাদের পুলিশে অভিযান, র‍্যাবের অভিযান, বিজিবির অভিযান, আনসারের অভিযান চলবে। সেইসঙ্গে পাশে সেনাবাহিনী আছে, থাকবে।’

কোটা আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘কোটা সংস্কারে ৫ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান রাখা হয়েছে। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমাদের সন্তানদের ৩০ বছর পার হয়েছে অনেক আগে। আমাদের মুক্তিযোদ্ধাদের কোটা এখন জিরো। এখন ৯৮ পার্সেন্ট মেধা কোটা। তারপরও ছাত্রনেতারা এখনও কেউ বলল না, আন্দোলন আমরা বন্ধ করলাম। কাল থেকে ভার্সিটিতে যেতে চাই। তাই ছাত্র নেতাদের বলতে চাই, তোমরা ভুল করছ। এই যে সম্পদ নষ্ট হলো, অনেক মানুষ মারা গেল— এর দায়িত্বটা কে নেবে? নিজের কাছে প্রশ্ন কর, তারপর সিদ্ধান্ত নাও।’

বিজ্ঞাপন

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রংপুর মহানগর তাজহাট থানা, জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস, পরিবার পরিকল্পনা অধিদফতর, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। এ সময় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুনশিসহ পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ রংপুর স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর