Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ট্রাক্টরচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ১২:৪১

নওগাঁ: নওগাঁর সদর উপজেলায় ট্রাক্টরচাপায় সিফান হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সদরের কাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।। নিহত শিশু কাদিপুর গ্রামের মুমিন হোসেনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, সকালে বাড়ির সামনে খেলা করছিল সিফান। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাক্টরচালক ও হেলপারকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ ট্রাক্টরচাপা শিশু নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর