Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর জেল সুপার ও জেলার বরখাস্ত, ১৩৬ কয়েদির আত্মসমর্পণ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৪ ১৯:৫২ | আপডেট: ২৪ জুলাই ২০২৪ ২৩:৪৫

ঢাকা: নরসিংদী জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৪ জুলাই) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার (১৯ জুলাই) বিকেলে দুষ্কৃতকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে জেলখানায় থাকা নয় জঙ্গিসহ ৮২৬ কারাবন্দি পালিয়ে যায়। ওই সময় জেলখানার অস্ত্রাগার থেকে ৮৫টি আগ্নেয়াস্ত্র, আট সহস্রাধিক গুলি লুট করা হয়। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাব পুড়িয়ে দেওয়া হয়।’

এমন পরিস্থিতিতে এবং পলায়নরত আসামিরা যাতে আত্মসমর্পণ করে সেজন্য রোববার (২১ জুলাই) রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। এই আহ্বানে সাড়া দিয়ে সোমবার (২২ জুলাই) ১০ জন ও মঙ্গলবার (২৩ জুলাই) ১২৬ জনসহ মোট ১৩৬ জন কয়েদি সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হকের আদালতে আত্মসমর্পণ করে।

তবে বুধবার (২৪ জুলাই) বিকেলে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত গ্রেফতার ও আত্মসমর্পণ করেছে মোট ২১৯ জন।’

এর মধ্যে কয়েকজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।

সারাবাংলা/ইউজে/পিটিএম

জেলা সুপার জেলার টপ নিউজ নরসিংদী বরখাস্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর