ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি: একজনের মৃত্যু, নিখোঁজ ২
২৪ জুলাই ২০২৪ ১৫:১৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৪ ১৭:২৯
মানিকগঞ্জ: মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে পিকনিক থেকে ফেরার পথে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে মিলন (১৮) নামে একজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন দুইজন। তাদের উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।
মঙ্গলবার দিবাগত রাতে ঘিওর উপজেলার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। মিলন সাটুরিয়া উপজেলার কামতালাকার সাহেব আলীর ছেলে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সাটুরিয়া উপজেলা থেকে ৫০-৬০ জন ট্রলারে করে যমুনা নদীতে পিকনিক করতে যান। ভ্রমণ শেষে রাত সাড়ে ১২টার দিকে সাটুরিয়া ফেরার পথে ঘিওর উপজেলার কুসুন্ডা ধলেশ্বরী নদীতে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এ সময় পানিতে ডুবে মিলন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন এবং আহত হয়েছেন চারজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সারাবাংলা/ইআ