Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতাদের মুক্তি দাবি ইউট্যাবের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৪ ১০:৫০

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের আট দফা মেনে নিয়ে বিএনপিসহ বিরোধী দলের সব নেতা-কর্মীর দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বিএনপিপন্থি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, ‘শুরুতেই সরকার বিষয়টি সমাধান করতে পারত। এখন চলমান আন্দোলন দমনের নামে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। এরইমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে বিরোধী দলের সব নেতা-কর্মীর মুক্তি দাবি ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

সারাবাংলা/এজেড/এমও

ইউট্যাব বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর