সিসিইউ সুবিধা সংবলিত কেবিনে আছেন খালেদা জিয়া
২৪ জুলাই ২০২৪ ১০:৩৮ | আপডেট: ২৪ জুলাই ২০২৪ ১৫:৪০
ঢাকা: মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সুবিধা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (২৪ জুলাই) সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব কথা বলেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ৭ জুলাই ভোর ৪টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকেই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শার্টডাউনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করা হলে গুজব ছড়িয়ে পড়ে খালেদা জিয়া মারা গেছেন।
এরই প্রেক্ষিতে পরের দিন ডা. এ জেড এম জাহিদ হাসন এবং পরবর্তী সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়াকে নিয়ে যে সংবাদ ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয়, গুজব। তিনি আগের মতোই আছেন। সিসিইউ সুবিধা সংবলিত কেবিনে চিকিৎসা নিচ্ছেন তিনি, তার অবস্থা স্থিতিশীল।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন। ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে জামিন পাওয়ার পর গুলশানের বাসা ফিরোজা’য় অবস্থান করছেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে দফায় দফায় হাসপাতালে যেতে হচ্ছে তাকে।
সারাবাংলা/এজেড/এমও