মানিকগঞ্জে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, আহত অনন্ত ৫০
১৮ জুলাই ২০২৪ ১৯:১৪
মানিকগঞ্জ: মানিকগঞ্জে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনন্ত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা ও উচুটিয়া পুলিশ লাইন্স এলাকা এবং জেলা শহরের খালপাড়সহ বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মানিকগঞ্জে কর্মরত কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের খালপাড় এলাকায় কোটাবিরোধী শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে তাদের ওপর হামলায় হয়। এসময় প্রায় আধা ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
দুপুরের দিকে উচুটিয়া এলাকায় পুলিশ লাইনের সামনে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সেখানেও তাদের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ও শটগানের ফাঁকা গুলি ছোড়ে।
আহতদের অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে।
আহত শিক্ষর্থীদের মধ্যে ১৩ জন মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দীন।
তাছাড়া আহত অনান্য শিক্ষার্থীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সারাবাংলা/এনইউ