ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও সেতু ভবনে আগুন
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ ২০:৪৭
১৮ জুলাই ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ ২০:৪৭
ঢাকা: রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ভবন ও বনানীর সেতু ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড়ে ৬টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওয়ানা হলেও আন্দোলনকারীদের বাধার মুখে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।
চলমান কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে বৃহস্পতিবার সকাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা সড়ক অবরোধ করেন। এ সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
কমপ্লিট শাটডাউনে এ পর্যন্ত রাজধানী ঢাকায় ৮ জন ও ঢাকার বাইরে নরসিংদী-মাদারীপুরে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সারাবাংলা/ইউজে/একে