Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৪ ১৮:৩৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ ২০:৪৭

ফাইল ছবি

ঢাকা: জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি চাকুরিতে কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে। তিনি বলেন, কোটা সংস্কার নিয়ে আদালতের রায় অনুযায়ী কাজ করবে নির্বাহী বিভাগ। দেশের স্বার্থে কিছু করার প্রয়োজন হলে তা অবশ্যই করবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ‘সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে। প্রয়োজন হলে সংসদে আইন পাস করা হতে পারে। বিষয়টি নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে দেশবিরোধী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য এমন অরাজকতা করেছে গত কয়েকদিন। এআই ব্যবহার করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে এমন অনেককে খুঁজে পেয়েছে প্রশাসন।’

তিনি বলেন, ‘আদালতের আদেশের পর যা প্রয়োজন তা করবে নির্বাহী বিভাগ। আদালতে সিদ্ধান্তের পর নির্বাহী বিভাগ তা দ্রুত কার্যকর করবে। এর পর প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।’

তিনি আরও বলেন, ‘আদালতের নির্দেশ নিশ্চয়ই শিক্ষার্থীদের পক্ষে যাবে। সরকারও চায় কোটা সংস্কার। সেটা কীভাবে কতটুকু হবে তা আদালত সিদ্ধান্ত নেবে। এর পরও যদি কিছু করার প্রয়োজন হয় দেশের স্বার্থে অবশ্যই করবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ।’

সারাবাংলা/জেআর/পিটিএম

আইন পাস কোটা সংস্কার টপ নিউজ সংসদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর